blog-thumb
Post By : Nahid Limu Date : November 8, 2025

ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) দ্বারা চা বাগানের জন্য ব্যবহারে ২০টি নিষিদ্ধ রাসায়নিকের নাম

পঞ্চগড় তথা উত্তরবঙ্গে দেদারসে ইন্ডিয়ান কীটনাশক ব্যবহার করা হয়, যার অনেকগুলোই ইন্ডিয়াতে নিষিদ্ধ।
অন্ততপক্ষে মনোসিল ব্যবহার হয় প্রচুর পরিমাণে।
নীচে এর তালিকা দেওয়া হলোঃ
ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) দ্বারা চা বাগানের জন্য ব্যবহারে ২০টি নিষিদ্ধ রাসায়নিকের নাম । নিচে উল্লেখিত ওষুধগুলো চা বাগানে ব্যাবহার করা যাবে না ।
১. Aldicarb (sum of Aldicarb its sulphoxide and sulphone)
২. Aldrin, Dieldrin
৪. Chlordane (Total of α- and β-chlordane)
৫. Heptachlor ( heptachlor metabolite, heptachlor epoxide)
৬. Lindane (Gamma (γ) HCH), Alpha HCH, Beta HCH & delta-HCH)
6. Endosulfan (Total of alpha endosulfan & beta endosulfan and endosulfan sulphate)
৭. Carbofuran
৮. Methomyl
৯. Phosphamidon
১০. Captafol
১১. Ferbam
১২. Formothion
১৩. Simazine
১৪. Diazinon
১৫. D.D.T (Total of p,p’-DDT, o,p’-DDT, p,p’-DDE, o,p’-DDE, p,p’ -DDD and o,p’-DDE)
১৬. Fenitrothion
১৭. Fenthion (sum of fenthion, its oxygen analogue and their sulphoxides and Sulphones)
১৮. Methyl Parathion (Methyl Parathion and its oxygen analogue i.e. methyl paraoxon)
১৯. Ethyl Parathion (Ethyl Parathion and its oxygen analogue i.e. ethyl paraoxon)
২০. Monocrotophos(মোনোসিল)
ছবিঃ দৃষ্টি আকর্ষণের জন্য

Collected From Mahmudul Alam ,
CEO SLOP Management .