blog-thumb
Event Time : 11:00 AM Date : September 7, 2025

কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণ সভা

সর্ব নিম্ন ২২ টাকা থেকে বাড়িয়ে সর্ব নিম্ন ২৪ টাকা কেজি সবুজ চা পাতা করা হয়। পাতার চাহিদা ও কোয়ালিটি অনুযায়ী বেশি দামে সবুজ চা পাতা ক্রয় বিক্রি হবে।

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় এর সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী মহোদয়ের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন—

➡️ বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ

➡️ জেলা প্রশাসন পঞ্চগড়

➡️ চা কারখানা মালিকবৃন্দ

➡️ চা বাগান মালিক সমিতি, পঞ্চগড় এর নেতৃবৃন্দ

➡️ স্মল টি গার্ডেন ওনার্স এর নেতৃবৃন্দ ➡ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সমুহের প্রধান সহ

➡️ বিভিন্ন স্টক হোল্ডার সমুহ।

🔹 আলোচনার মাধ্যমে কাঁচা চা পাতার সর্বনিম্ন মূল্য ২২ টাকা থেকে বেড়ে ২৪ টাকা নির্ধারণ করা হয়, চা নিলামের ৫ গড় নিলাম বিবেচনায়। ২৪ টাকার নিচে সবুজ চা পাতা ক্রয় বিক্রয় হবে না পরবর্তী সভা পযন্ত।

চায়ের দাম ও কোয়ালিটি ডেভেলপমেন্ট এর জন্য বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চা বাগানিরা ভাল মানের কুচি সবুজ কাচা চা পাতা সরবরাহ রেগুলার করবে চায়ের মান ও দাম বৃদ্ধি করব৷ এই সিদ্ধান্ত পঞ্চগড়ের চা শিল্পের অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ 🌿🍵

তবে চা চাষিদের ভাষ্যমতে সর্বনিম্ন দাম ৩০ টাকা হলে তাদের লোকসান কেটে উঠবে। কেননা গত ৪/৫ বছরে চা চাষীরা শুধুই লোকসানের মধ্যে বাগান টিকিয়ে রেখেছে, তাছাড়া বর্তমানে বাগানে খরচের হার বেড়েছে দিগুণ! সেই সাথে পোকামাকড় এর আক্রমণে উৎপাদন কমেছে অনেক গুন। বর্তমান চাহিদা অনুযায়ী বাজারে সবুজ কাঁচা পাতা কোয়ালিটি অনুযায়ী ২৬ - ৩০ টাকা কেজি ক্রয় বিক্রয় হচ্ছে। নিলামে চায়ের মূল্য বাড়ানো হলে পঞ্চগড়ের চা চাষিরা লাভবান হবে।