blog-thumb
Event Time : 04:30 PM Date : October 26, 2025

চা চাষি সম্মেলন–২০২৫ সাফল্যমণ্ডিত করতে দ্বিতীয় মিটিং

বিষয়ঃ চা চাষি সম্মেলন–২০২৫ সাফল্যমণ্ডিত করতে দ্বিতীয় মিটিংয়ের তারিখ ঘোষণা⏰

সকল সদস্য ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন “চা চাষি সম্মেলন ২০২৫” সফলভাবে আয়োজনের লক্ষ্যে চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়-এর উদ্যোগে দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

📅 তারিখ: আগামীকাল, ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার)

স্থান: নজরুল পাঠাগার, পঞ্চগড়

🕒 সময়: [বিকাল ৪:০০টা]

🗒️ আলোচ্য বিষয়সমূহঃ ১️⃣

  • রেজিস্ট্রেশন ফি সংগ্রহের মাধ্যম নির্ধারণ ও দায়িত্ব বণ্টন ২️⃣ অতিথিদের আমন্ত্রণপত্র বিতরণের দায়িত্ব বণ্টন ৩️⃣
  • জেলা ও উপজেলার বাজার এলাকায় পোস্টার লাগানোর দায়িত্ব বণ্টন
  • ইভেন্ট সিলেকশন ও সময়সূচি (Time Schedule) নির্ধারণ
  • পূর্ণাঙ্গ কমিটি ও সাব-কমিটি ঘোষণা ৬️⃣
  • স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠান নির্বাচন ৭️⃣

পরবর্তী মিটিংয়ের তারিখ নির্ধারণ ও কাজের অগ্রগতি পর্যালোচনা এই সভায় সম্মেলন প্রস্তুতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

অতএব, সংশ্লিষ্ট সকল সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধক্রমে, এডমিন প্যানেল / আয়োজন কমিটি -চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়