blog-thumb
Event Time : 09:00 AM Date : November 15, 2025

চা চাষি সম্মেলন ২০২৫

🌿☕ চা চাষি সম্মেলন ২০২৫ ☕🌿


📣 আয়োজনে: চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়


উত্তরাঞ্চলের প্রিয় চা চাষি ও বাগান মালিকবৃন্দ!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, উত্তরাঞ্চলের চা শিল্পকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে এবং চাষিদের ন্যায্যতা আদায়ের লক্ষ্যে; আগামী ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে —

✨ “চা চাষি সম্মেলন ২০২৫” ও সমিতির অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠান 🎉


📍 স্থান: সরকারি অডিটোরিয়াম, পঞ্চগড়

🕘 সময়: দিনব্যাপী অনুষ্ঠান


🎯 সম্মেলনের মূল উদ্দেশ্যঃ


🎗️ চা চাষিদের ঐক্য ও মেলবন্ধনের প্রতিফলন ঘটানো।

🎗️ চা শিল্পে সক্রিয় সিন্ডিকেট চক্রকে রুখে দিতে একজোটে আওয়াজ তোলা।

🎗️ চা বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চাষিদের ন্যায্য দাবিদাওয়া সঠিকভাবে উপস্থাপন।

🎗️ চা শিল্পে গবেষণা, প্রযুক্তি ও মানোন্নয়ন বিষয়ে কর্মশালা ও সেমিনার আয়োজন।

🎗️ চা চাষিদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে “একজনের বিপদে হাজার জন পাশে” — এই মূলমন্ত্রকে বাস্তবায়ন।

🎗️ স্থানীয় অর্থনীতিতে চা শিল্পের অবদান আরও শক্তিশালী করা ও নতুন বাজার সম্প্রসারণের কৌশল নির্ধারণ।

🎗️ টেকসই ও পরিবেশবান্ধব চা চাষ প্রচারের মাধ্যমে সবুজ চা শিল্প গড়ে তোলা।

🎗️ পঞ্চগড়কে বাংলাদেশের “চা রাজধানী” হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা।


✨ আয়োজনে যা যা থাকছেঃ

🍽️ সকালবেলার নাস্তা ও দুপুরের খাবার

👕 বিশেষ “টি-শার্ট” ও “চা বাগান ভিজিটিং ক্যাপ”

🎟️ লটারি ও বিনোদনমূলক অনুষ্ঠান

☕ দিনব্যাপী ফ্রি চা পান ও চা আড্ডা

🏆 চা শিল্পে অবদানের জন্য সংবর্ধনা অনুষ্ঠান

💻 সমিতির অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন

🎓 চা মানোন্নয়ন ও প্রশিক্ষণমূলক সেমিনার

🌾 “কীটনাশক ব্যবহার ও সুষম সার প্রয়োগ” বিষয়ক কর্মশালা

🛍️ চা প্রেমীদের জন্য ১০টি স্টল — সরাসরি চা ক্রয় সুবিধাসহ!

🤝 চা চাষিদের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন


📋 বিশেষ সুবিধাঃ

রেজিস্ট্রেশন করলেই — ফি ছাড়াই সমিতির ওয়েবসাইটে সদস্যপদ নিবন্ধন সুবিধা!


🎟️ রেজিস্ট্রেশন তথ্যঃ

💸 রেজিস্ট্রেশন ফিঃ ৫০০ টাকা মাত্র

📅 রেজি. এর শেষ তারিখঃ ০৫ নভেম্বর ২০২৫


💰 ফি পাঠানোর মাধ্যমঃ 

👉 01717-154890 - Habib

(বিকাশ/ নগদ / রকেট / উপায়)


👉01741833593 (Mortuza)

(বিকাশ)

[টাকা পাঠিয়ে মেসেজ/কল দিয়ে কনফার্ম হয়ে নিতে হবে]


👥 আসন সংখ্যা সীমিত! তাই দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসন নিশ্চিত করুন।


🎟️ রেজিষ্ট্রেশন এর জন্য যেসব তথ্য লাগবেঃ

নামঃ 

ঠিকানাঃ গ্রাম: ইউনিয়ন: উপজেলা: 

টিশার্টের সাইজঃ

মোবাইল নাম্বারঃ



📞 রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুনঃ


📲 Manik Khan — 01737-369190

📲 Nazmul — 01750-580725

📲 Limu — 01636-150770

📲 Habibur — 01717-154890


👉 এছাড়াও আয়োজক কমিটির যেকোনো সদস্যের সাথে যোগাযোগ করা যাবে।


🔥বিশেষ দ্রষ্টব্যঃ

যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করবেন, তার কাছ থেকে অবশ্যই আপনার আইডি নাম্বার সংগ্রহ করবেন

এবং সম্মেলনের দিন তার কাছ থেকেই আইডি কার্ড, টিশার্ট, খাবারের টোকেন সহ যাবতীয় উপহারসামগ্রী সংগ্রহ করবেন। 


🌿 চা চাষিদের ঐক্যই চা শিল্পের শক্তি!

আসুন, সবাই মিলে পঞ্চগড়ের চা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাই — ইনশাআল্লাহ। 💚


📌 আয়োজনে:

চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়


#চা_চাষি_সম্মেলন #TeaGrowersConference2025 #PanchagarhTea #TeaFestival2025 #চা_চাষিদের_ঐক্য