গাছ কর্তন/ছাঁটাই সময়ে করণীয়
বিবেচ্য বিষয়সমূহ:
- যে সেকশন এলপি করা হবে সেই সেকশনের পাতা চয়ন কমপক্ষে ০৩ সপ্তাহ আগে বন্ধ করতে হবে। এর ফলে গাছ শিকড়ে পেঁতসার বা স্টার্ট সংরক্ষণ করার সুযোগ পাবে যা পরবর্তীতে নতুন কিশলয় সৃষ্টিতে কাজে লাগবে।
- পুনিং/স্ক্রীফিংয়ের সময় কাণ্ড ফেটে যাওয়া রোধকল্পে পুনিং দা অবশযই ধারালো করে নিতে হবে।
- একই উচ্চতায় কখনই পুনিং করা যাবে না এতে করে কাণ্ডে অনাকাঙ্ক্ষিত গিঁটের সৃষ্টি হবে। কাজেই ২য় এলপি অবশ্যই ১ম এলপি থেকে ১ ইঞ্চি উপরে হবে।
- পুনিংয়ের সময় সমতল ভূমিতে গাছের চারদিকে ঘুরে ঘুরে এবং পাহাড়ের ঢালে ভূমির সমান্তরালে পুনিং করতে হবে। কাটার মুখ ছোট এবং কেন্দ্রমুখী হবে।
- গাছ কর্তন/ছাঁটাইয়ের সময় মাটি স্পর্শকারী কাণ্ড বা মাটি-ডাল ধারালো চাকু দিয়ে অপসারণ করতে হবে।
- পানি নিস্কাশনের নালা বা ড্রেন পরিস্কার করতে হবে। পুনিং লিটার বা ছাঁটাইকৃত ডালপালা কখনই ড্রেন ফেলা যাবে না।
- পুনিং/স্ক্রীফিংয়ের সময় ছাঁটাইকৃত ডালপালা বুশ বা গাছের উপর না রাখাই উত্তম। এগুলো চা গাছের এক সারি অন্তর অন্তর রাখতে হবে।
- রোগ-ব্যাধি দমন ব্যবস্থা পরনা (রোগ-বালাই-আগাছা দমন অংশে দেখুন)।
- পোকা দমন ব্যবস্থা পরনা (পোকা-মাকড়-কৃমি দমন অংশে দেখুন)।
