ফলিয়ার স্প্রে:

ফলিয়ার স্প্রে/পাতায় সার প্রয়োগ সাধারণত মাইক্রোনিউট্রিয়েন্টস বা গৌণ পুষ্টি উপাদান যেমন জিংক, বোরন, কপার, ম্যাংগানিজ, মলিবডেনাম, ইত্যাদি ক্ষেত্রে সুপারিশ করা হয়। তবে গাছ থেকে বাড়তি ফলল পাওয়ার জন্য কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা মুখ্য পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ইত্যাদিও ফলিয়ার স্প্রে করা হয়।

সুপারিশনামা:
সারের নাম কেজি/২০০ লি. পানি/হেক্টর পুষ্টি উপাদান
ইউরিয়াN
ইউরিয়া+এমওপি২+২=৪N, K
জিংক সালফেটZn, S
জিংক সালফেট+এমওপি১+১=২Zn, S, K
ডিএপিN, P
ম্যাগনেশিয়াম সালফেটMg, S
ম্যাংগানিজMn
বোরাক্সB
সময়:

১ম কিস্তি সেপ্টেম্বর-অক্টোবর মাসে এবং ২য় কিস্তি অক্টোবর-নভেম্বর মাসে। অর্থাৎ ১ম কিস্তি ১ম কিস্তির ৩০ দিন পর প্রয়োগ করতে হবে। খুব সকালে অথবা পড়ন্ত বিকেলে ফলিয়ার স্প্রে করা উত্তম।

বিবেচ্য বিষয়সমূহ:
  • পাতার নিম্নপৃষ্ঠে ফলিয়ার স্প্রে করতে হবে, কারণ নিম্নপৃষ্ঠে পত্ররন্ধ্র বিদ্যমান।
  • প্রখর রৌদ্রউজ্জ্বল দিনে ফলিয়ার স্প্রে করা উচিত নয়।
  • ফলিয়ার স্প্রে অবশ্যই পাতা চয়নের পর করতে হবে।