পরিণত চা গাছ কর্তন/ছাঁটাই ( ৬ষ্ঠ বছর থেকে..... )

কর্তন পদ্ধতি

Image 1
Image 2

৬ষ্ঠ বছর থেকে চা গাছকে পরিণত গাছ হিসেবে বিবেচনা করা হয়। চা গাছ ছাঁটাইয়ের প্রধান দুটি উদ্দেশ্য হলো- উপরের দিকে ডালপালার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং পাশ্ব-উন্নতি করে গাছকে ঝোপাকৃতি করা।

বিটিআরআই এর পরামর্শ:

৬ষ্ঠ বছরে গাছকে ২২ ইঞ্চি বা ৫৫ সেমি এ কেটে দেয়া। এরপর এলপি, ডিপিএস, এমএসপি, এলএসপি, এলপি পর্যায়ক্রমে ছাঁটাই করতে হবে।

পরিণত চা গাছ কর্তন/ছাঁটাই উচ্চতা (ভূমি থেকে)
বছর ধরণ উচ্চতা
৬ষ্ঠএলপি (১ম চক)২২ ইঞ্চি/৫৫ সেমি
৭মডিপিএস২৬ ইঞ্চি/৬৫ সেমি
৮মএমএসপি২৮ ইঞ্চি/৭০ সেমি
৯মএলএসপি৩০ ইঞ্চি/৭৫ সেমি
১০মএলপি (২য় চক)২৩ ইঞ্চি/৫৮ সেমি
বিবেচ্য বিষয়সমূহ:
  • এলপি অবশ্যই ডিসেম্বরে মধ্যে, ডিপিএস ১৫ জানুয়ারির মধ্যে, এমএসপি ৩১ জানুয়ারির মধ্যে, এলএসপি ২০ জানুয়ারি-১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
  • লাইট স্কিফ বা হালকা ছাঁটাই ৩৬ ইঞ্চি বা ৯১ সেমি এর উপরে হবে না। বেশি হলে পাতি উৎপাদন কমে যাবে।
  • যেকোনো কারণে ছাঁটাই বিলম্বিত হলে ছাঁটাই এবং প্রাকৃতিক বিলম্ব একসাথে হবে।
  • খরা মোকাবেলায় ডিপিএস+এমএসপি=৬০% এবং এলএসপি+এলপি=৪০%
  • খরায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ছাঁটাই এর সময় ও ধরণ বদলানো যেতে পারে।