অপরিণত চা আবাদি ( ১ম থেকে ৫ম বছর )
সার প্রয়োগের সুপারিশমালা:
| বছর | মাত্রা (কেজি/হেক্টর) | মোট (কেজি) | গ্রাম/গাছ | |||
|---|---|---|---|---|---|---|
| ইউরিয়া | টি এস পি | এম ও পি | সমতল ভূমি | টিলা ভূমি | ||
| ১ম | ১৭৬ | ৯০ | ১৬০ | ৪২৬ | ৩০ | ২৭ |
| ২য় | ২০০ | ১০০ | ১৮০ | ৪৮০ | ৩৪ | ২৭ |
| ৩য় | ২৬৫ | ৯০ | ২০০ | ৫৫৫ | ৩৭ | ২৮ |
| ৪র্থ | ৩০০ | ১০০ | ১৮০ | ৫৮০ | ৪১ | ৩২ |
| ৫ম | ৩৩০ | ১১০ | ২০০ | ৬৪০ | ৪৫ | ৩৬ |
বিবেচ্য বিষয়সমূহ:
- চারা রোপণের ছয় মাস পর ১ম বার সার প্রয়োগ করতে হবে।
- আগাছা দমনের পর মাটি ভেজা থাকা অবস্থায় সার প্রয়োগ করতে হবে।
- পাঁচা গোবরসার ও জৈব পদার্থ প্রয়োগের উপর নির্ভরশীল হতে হবে।
-
বছরে তিন কিস্তিতে সার প্রয়োগ করতে হবে:
১ম মাত্রা: এপ্রিল-মে মাসে,
২য় মাত্রা: আগস্ট মাসে,
৩য় মাত্রা: অক্টোবর-নভেম্বর মাসে।
পরিণত চা আবাদি ( ৬ষ্ঠ বছর থেকে..... )
সার প্রয়োগের সুপারিশমালা:
| উৎপাদন (কেজি/হেক্টর) | ১ম কিস্তি (কেজি/হেক্টর) | উৎপাদন (কেজি/হেক্টর) | ২য় কিস্তি (কেজি/হেক্টর) | |||
|---|---|---|---|---|---|---|
| ইউরিয়া | টি এস পি | এম ও পি | ইউরিয়া | এম ও পি | ||
| ১,০০০ পর্যন্ত | ১১০ | ৪৪ | ৬০ | ১,০০০-৩,০০০ | ৬০ | ৬০ |
বিবেচ্য বিষয়সমূহ:
- প্রতি হেক্টরে ১,০০০ থেকে ২,০০০ কেজি উৎপাদন পর্যন্ত প্রতি ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ১০ কেজি ইউরিয়া বেশি প্রয়োগ করতে হবে।
- প্রতি হেক্টরে উৎপাদন ২,০০০ কেজির উপরে হলে ৩,০০০ কেজি পর্যন্ত প্রতি ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ১৩ কেজি ইউরিয়া বেশি প্রয়োগ করতে হবে।
- প্রতি হেক্টরে ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ২ কেজি টি এস পি বেশি প্রয়োগ করতে হবে।
- প্রতি হেক্টরে ২,৫০০ কেজি উৎপাদন পর্যন্ত সুপারিশকৃত মাত্রা থেকে ৬ কেজি এম ও পি বেশি প্রয়োগ করতে হবে।
সার প্রয়োগের সময়:
- ১ম কিস্তি এপ্রিল-মে মাসে এবং ২য় কিস্তি ২৫ জুলাই-১৫ আগস্ট।
- আগাছা দমনের পর মাটি ভেজা থাকা অবস্থায় সার প্রয়োগ করতে হবে।
