অপরিণত চা আবাদি ( ১ম থেকে ৫ম বছর )

সার প্রয়োগের সুপারিশমালা:
বছর মাত্রা (কেজি/হেক্টর) মোট (কেজি) গ্রাম/গাছ
ইউরিয়া টি এস পি এম ও পি সমতল ভূমি টিলা ভূমি
১ম ১৭৬ ৯০ ১৬০ ৪২৬ ৩০ ২৭
২য় ২০০ ১০০ ১৮০ ৪৮০ ৩৪ ২৭
৩য় ২৬৫ ৯০ ২০০ ৫৫৫ ৩৭ ২৮
৪র্থ ৩০০ ১০০ ১৮০ ৫৮০ ৪১ ৩২
৫ম ৩৩০ ১১০ ২০০ ৬৪০ ৪৫ ৩৬
বিবেচ্য বিষয়সমূহ:
  • চারা রোপণের ছয় মাস পর ১ম বার সার প্রয়োগ করতে হবে।
  • আগাছা দমনের পর মাটি ভেজা থাকা অবস্থায় সার প্রয়োগ করতে হবে।
  • পাঁচা গোবরসার ও জৈব পদার্থ প্রয়োগের উপর নির্ভরশীল হতে হবে।
  • বছরে তিন কিস্তিতে সার প্রয়োগ করতে হবে:
    ১ম মাত্রা: এপ্রিল-মে মাসে,
    ২য় মাত্রা: আগস্ট মাসে,
    ৩য় মাত্রা: অক্টোবর-নভেম্বর মাসে।


পরিণত চা আবাদি ( ৬ষ্ঠ বছর থেকে..... )

সার প্রয়োগের সুপারিশমালা:
উৎপাদন (কেজি/হেক্টর) ১ম কিস্তি (কেজি/হেক্টর) উৎপাদন (কেজি/হেক্টর) ২য় কিস্তি (কেজি/হেক্টর)
ইউরিয়া টি এস পি এম ও পি ইউরিয়া এম ও পি
১,০০০ পর্যন্ত ১১০ ৪৪ ৬০ ১,০০০-৩,০০০ ৬০ ৬০
বিবেচ্য বিষয়সমূহ:
  • প্রতি হেক্টরে ১,০০০ থেকে ২,০০০ কেজি উৎপাদন পর্যন্ত প্রতি ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ১০ কেজি ইউরিয়া বেশি প্রয়োগ করতে হবে।
  • প্রতি হেক্টরে উৎপাদন ২,০০০ কেজির উপরে হলে ৩,০০০ কেজি পর্যন্ত প্রতি ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ১৩ কেজি ইউরিয়া বেশি প্রয়োগ করতে হবে।
  • প্রতি হেক্টরে ১০০ কেজি উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশকৃত মাত্রা থেকে ২ কেজি টি এস পি বেশি প্রয়োগ করতে হবে।
  • প্রতি হেক্টরে ২,৫০০ কেজি উৎপাদন পর্যন্ত সুপারিশকৃত মাত্রা থেকে ৬ কেজি এম ও পি বেশি প্রয়োগ করতে হবে।
সার প্রয়োগের সময়:
  • ১ম কিস্তি এপ্রিল-মে মাসে এবং ২য় কিস্তি ২৫ জুলাই-১৫ আগস্ট।
  • আগাছা দমনের পর মাটি ভেজা থাকা অবস্থায় সার প্রয়োগ করতে হবে।