blog-thumb
Post By : Manik Khan Date : October 2, 2025

প্রতিকূল পরিবেশে চা বাগান এর যত্ন

চা গাছের জন্য ৬০% সূর্যের আলো (রৌদ্র) প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় বর্তমান বৃষ্টি ও মেঘ এর কারনে কোন দিন ০% সূর্যের আলো। (রৌদ্র)
সূর্যের আলো দেখা না দিলে গাছ খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য যখন তৈরি করতে পারে না তখন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে গাছে পচন ধরছে।
একদিকে নেই সূর্যের আলো অপর দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পাতা ও মাটিতে ধরে রাখছে, , ফলে ডাইব্যাগ / পচা রোগ বৃদ্ধি পাচ্ছে চা বাগানে।
➡️ভাল কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যখন বৃষ্টি সম্ভবনা কম সে সময় স্প্রে করতে হবে।
➡️সিস্টেমিক ছত্রাকনাশক বেশি কার্যকরী।
➡️চা বাগানে ইউরিয়া সারের ব্যবহার কামিয়ে ফেলি।
➡️ চা বাগানে রাউন্ড হারভেস্টিং ( পাতা সংগ্রহের) পর কপার স্প্রে করতে হবে বাগানে ২৪ ঘন্টার মধ্যে।
⬇️
➡️সুষম সার চা বাগানে দিতে হবে
➡️ চা বাগান সাটাই করন এরপর পরিমাণ মত জমিতে ডলোচুন ব্যবহার করি।
➡️ চা বাগানে জৈব সার (পচা গোবর শুকিয়ে ) দিতে হবে ডিসেম্বরে সাটাই করন এর পরে।