Post By : Manik Khan
Date : October 2, 2025
প্রতিকূল পরিবেশে চা বাগান এর যত্ন
চা গাছের জন্য ৬০% সূর্যের আলো (রৌদ্র) প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় বর্তমান বৃষ্টি ও মেঘ এর কারনে কোন দিন ০% সূর্যের আলো। (রৌদ্র)
সূর্যের আলো দেখা না দিলে গাছ খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য যখন তৈরি করতে পারে না তখন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে গাছে পচন ধরছে।
একদিকে নেই সূর্যের আলো অপর দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পাতা ও মাটিতে ধরে রাখছে, , ফলে ডাইব্যাগ / পচা রোগ বৃদ্ধি পাচ্ছে চা বাগানে।
