চা চাষিদের দাবি— সর্বনিম্ন মূল্য ২৪ থেকে বাড়িয়ে ৩০ টাকা প্রতি কেজি করা হোক
উত্তরাঞ্চলে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণী সভা ৩ নভেম্বর;
চা চাষিদের দাবি— সর্বনিম্ন মূল্য ২৪ থেকে বাড়িয়ে ৩০ টাকা প্রতি কেজি করা হোক
পঞ্চগড়, ১ নভেম্বর:
উত্তরাঞ্চলের কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণে আগামী ৩ নভেম্বর (রবিবার) জেলা প্রশাসনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, স্থানীয় চা কারখানা মালিক, চা বাগান মালিক সমিতির প্রতিনিধী ও চা চাষিরা অংশ নেবেন।
সাম্প্রতিক খারাপ আবহাওয়া, অতিবৃষ্টি ও বিভিন্ন রোগবালাইয়ের কারণে এবছর উত্তরাঞ্চলে চা উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় চা চাষিরা সর্বনিম্ন কাঁচা চা পাতার দাম ২৪ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
চাষিদের অভিযোগ, বর্তমানে অকশন বাজারে কাঁচা পাতার দর বেড়েছে; অথচ বাগানে উৎপাদন কমে যাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে দাম সমন্বয় ছাড়া চাষিরা টিকে থাকতে পারবেন না।
চা বাগান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জি. নাজমুল হাসান বলেন,
“বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী কাঁচা চা পাতার সর্বনিম্ন দাম ৩০ টাকা এবং পাতার মান অনুযায়ী সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা যৌক্তিক।”
একই মত দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া। তিনি বলেন,
“কয়েকদিন আগে কারখানার গেইটে যে ভুয়া তথ্যসম্বলিত বিজ্ঞপ্তি টানানো হয়েছিল, তারও ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া প্রয়োজন।”
বর্তমানে উত্তরাঞ্চলের কারখানাগুলো প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় কাঁচা পাতা কিনছে, যা মান ও শ্রেণি অনুযায়ী নির্ধারিত হয়।
চা চাষিরা আশা করছেন, আগামী ৩ নভেম্বরের দাম নির্ধারণী সভায় জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ড তাদের এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
