Disease Information

Name: লাল মাকড়

Disease Image

লাল মাকড়:

ক্ষতির ধরণ: লাল মাকড় খাদ্য উৎপাদনকারী সক্রিয় পাতার উভয় পৃষ্ঠে আক্রমন করে। তবে আক্রমনের মাত্রা তীব্র হলে কচি পাতাও আক্রান্ত হয়। এই পোকা পাতায় সুক্ষ ছিদ্র সৃষ্টি করে পাতার কোষ থেকে রস গ্রহন করে। ফলে আক্রান্ত পাতা প্রথমে লালচে-বাদামি এবং পরিশেষে তামাটে বর্ণ ধারন করে

মাকড়ের উপস্থিতি সনাক্তকরন: আক্রান্ত তামাটে বর্ণেরপা তার উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘাসা দিলে আঙ্গুলের পৃষ্ঠে লাল বর্ণের রক্তিম দাগ দেখা গেলে বুঝতে হবে সেকশনে লাল মাকড় বিদ্যমান

ব্যাপকতা: মার্চ-অক্টোবর মাসে নার্সারি, অপরিণত ও পরিণত চা আবাদি এলাকা এবং এনসিপি প্লটের মাতৃবৃক্ষে আক্রমন করতে পারে।

অনুকূল পরিবেশ:-

  • শুষ্ক আবহাওয়া আক্রমনের জন্য উপযোগী।
  • থেমে থেমে বৃষ্টির সাথে রোদ্র-উজ্জ্বল পরিবেশ
  • লাল মাকডের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করে।
  • আবাদি এলাকায় দূর্বল ছায়া ব্যবস্থাপনা।
  • দীর্ঘ খরা বা বৃষ্টিপাতহীন আবহাওয়া আজানের তীব্রতা বাড়িয়ে দেয়।

দমন ব্যবস্থাপনা:

ক. পরিচর্যামূলক দমন পদ্ধতি-

  • আবাদি এলাকায় আদর্শ ছায়া ব্যবস্থাপনা বজায়রা খতে হবে।
  • সেকশনের আগাছা নিয়ন্ত্রনে রাখতে হবে।
  • সেকশনের মধ্যে গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রন করতে হবে, কারণ এরা শরীরের লোমের মাধ্যমে মাকড় বহন করে।
  • পাতা চয়ন অনাক্রান্ত সেকশন দিয়ে শুরু করে আক্রান্ত সেকশন দিয়ে শেষ করতে হবে।

খ. রাসায়নিক দমন পদ্ধতি-

প্রতিরোধমূলক ব্যবস্থা: ফসল মৌসুমের শুরুতে সালফার জাতীয় কীটনাশক (থিয়োভিট ৮০ ডব্লিউপি অথবা কুমুলাস ৮০ ডিএফ) ২.২৫ কেজি পরিমান ১,০০০ লিটার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। ৫-৬ দিন পর ২য় স্প্রে করতে হবে।

প্রতিকারমূলক ব্যবস্থা: এবম ১.৮ ইসি (এবামেস্টিন)/ মাইট অ্যাভেনজার ১০ ইসি (হেক্সিখায়াজক্স) ৫০০ মিলি পরিমান অথবা ওমাইট ৫৭ ইসি (প্রোপারজাইট)/ ডেনিটল ১০ ইসি (ফেনপ্রোপ্যাথ্রিন)/ জেরোমাইট ৪০ ইসি (প্রোপারজাইট+এবামেস্টিন) ১ লিটার পরিমান অথবা ম্যাজিস্টার ১০ ইসি (ফেনাজাকুইন) ৬০০ মিলি পরিমান ১,০০০ লিটার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করতে হবে। ৬-৭ দিন পর ২য় স্প্রে করতে হবে।

বিবেচ্য বিষয়সমূহ:

  • প্রতিরোধমূলক ব্যবস্থা কেবলমার সেই সেকশনেই জন্যই প্রযোজ্য যেখানে প্রতি বছর বারবার লাল মাকড় আক্রমন করে।
  • লাল মাকড় দমনের জন্য পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করা যাবে না।
  • কীটনাশক অবশ্যই পাতা চয়নের পরদিন প্রয়োগ করতে হবে।

কীটনাশক প্রয়োগের লক্ষ্যস্থল: আক্রান্ত পত্রপল্লবের উভয় পৃষ্ঠ।

Last updated: September 21, 2025