পোকামাকড় ও রোগের তালিকা
Disease Information
Name: হেলোপেলটিস বা চায়ের মশা
হেলোপেলটিস বা চায়ের মশা:
ক্ষতির ধরণ: ক্ষুদ্র নিম্ফ এবং পূর্ণ বয়স্ক মশা উভয়ই কচি পাতা তথা কিশলয়ে অসংখ্য ছিদ্র করে রস গ্রহণের ফলে শোষণ-ক্ষত সৃষ্টি করে। আক্রান্ত কিশলয় প্রথমে বাদামি বর্ণ ধারণ করে, এরপর কালো হয়ে শুকিয়ে যায়।
ব্যাপকতা: নার্সারি, অপরিণত ও পরিণত চা আবাদিতে মশা আক্রমণ করে থাকে। এপ্রিল এবং আগস্ট-সেপ্টেম্বর মাসে আক্রমণের মাত্রা তীব্র হয়।
অনুকূল পরিবেশ:
- মেঘাচ্ছন্ন আবহাওয়া ও অবিরাম বৃষ্টি।
- সেকশনে অতিরিক্ত আগাছা ও জংলি জাতীয় বিকল্প পোষকের উপস্থিতি।
- আবাদিতে অতিরিক্ত/ঘন ছায়া।
দমন ব্যবস্থাপনা:
ক. পরিচর্যামূলক দমন পদ্ধতি
- অতিরিক্ত ছায়াতরুর ডালপালা লোপিং/ছাঁটাই, এবং বিকল্প পোষক যথাসম্ভব অপসারন করতে হবে।
- নালা পরিচর্যার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা
- উন্নত করতে হবে।
- সেকশন আগাছামুক্ত রাখতে হবে।
- ৭ দিন পরপর পাতা চয়ন করতে হবে।
খ. রাসায়নিক দমন পদ্ধতি
শুস্ক মৌসুমে করণীয়: ২.২৫ লিটার ম্যালাথিয়ন ৫৭ ইসি ৫০০ লিটার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।
ফসল উৎপাদন মৌসুমে করনীয়: সাইপারমেন্ত্রিন (রিপকর্ড ১০ ইসি) অথবা আলফা সাইপারমেথ্রিন (এক্সিস ২.৫ ইসি) অথবা ডেলটামেথ্রিন (ডেসিস ২.৫ ইসি) অথবা ল্যামডা সায়ালোথ্রিন (ক্যারাটে ২.৫ ইসি) ৫০০ মিলি অথবা থায়াক্লোপ্রিড (ক্যালিপসো ২৪০ এসসি) ৩৭৫ মিলি অথবা ডাইমেথয়েট+সাইপারমেথ্রিন (রাইনেট ৪৫ ইসি) ৫০০ মিলি অথবা এবামেন্টিন বেনজোয়েট+খায়ামেথোক্সাম (শেংলি ৩০ এসসি) ১০০ মিলি পরিমান ৫০০ লিটার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করা যেতে পারে।
কিছু পরামর্শ:
- মশার আক্রমণের মাত্রা তীব্র হলে ব্লাক প্লাকিং
- করে কীটনাশক স্প্রে করলে সুফল পাওয়া যায়।
- মশার জন্য বেরিয়ার স্প্রেয়িং অধিক কার্যকরী।
- স্পে করার সময় চয়ন তল থেকে নজল উচ্চতা
- ৫-৬ ইঞ্চি হওয়া প্রয়োজন।
- পাতা চয়নের পর কীটনাশক স্প্রে করতে হবে।
- খুব সকালে অথবা পড়ন্ত বিকেলে কীটনাশক স্প্রে করতে হবে কারণ এ সময় পাতায় পোকা-মাকড়ের উপস্থিতি বেশি থাকে।
কীটনাশক প্রয়োগের লক্ষ্যস্থল: উপড়ের পত্রপল্লবের আক্রান্ত কিশলয়।
Last updated: September 13, 2025
