পোকামাকড় ও রোগের তালিকা
Disease Information
Name: থ্রিপস
থ্রিপস:
ক্ষতির ধরণ: ক্ষুদ্র নিম্ফ এবং পূর্ণ বয়স্ক পোকা উভয়ই অপ্রস্ফুটিত এবং আংশিক প্রস্ফুটিত কঁচি পাতায় আক্রমন করে। আক্রমণের ফলে ঐসব পাতায় সমান্তরাল শোষণরেখার সৃষ্টি হয়। কঁচি পাতার কিনারা বরাবর হলুদ হয়। অপরিণত পাতা পুড়ে যাওয়ার মত মনে হয়।
ব্যাপকতা: নার্সারি এবং অপরিণত ও পরিণত চা আবাদিতে প্রুনিংয়ের পর পাতা আসা শুরু হলে দেখা যায়। তবে মধ্য ফেব্রুয়ারী থেকে মে মাসে আক্রমণের মাত্রা বেশি হয়।
অনুকূল পরিবেশ
- ধারাবাহিক শুস্ক আবহাওয়া।
- দীর্ঘ খরা থ্রিপসের বংশবিস্তারের জন্য জন্য সহায়ক।
দমন ব্যবস্থাপনা:
ক. পরিচর্যামূলক দমন পদ্ধতি
- নার্সারি এবং আবাদি এলাকায় পরিমিত ছায়ার ব্যবস্থা করতে হবে।
- সেকশন আগাছামুক্ত রাখতে হবে।
- ৭ দিন পরপর পাতা চয়ন করতে হবে।
খ. রাসায়নিক দমন পদ্ধতি: ক্লোফেনাপির (ইনট্রিপিড
১০ এসসি) ১ লিটার অথবা ইমিডাক্লোপ্রিড (এডমায়ার ২০০ এসএল) ২৫০ মিলি অথবা ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি) ২.২৫ লিটার পরিমান ৫০০ লিটার পরিস্কার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করতে হবে। ৭ দিন পর ২য় স্প্রে করতে হবে।
কীটনাশক প্রয়োগের লক্ষ্যস্থল: আক্রান্ত কিশলয় তথা অপ্রস্ফুটিত এবং আংশিক প্রস্ফুটিত কঁচি পাতায়।
Last updated: September 13, 2025
