Disease Information

Name: লুপার ক্যাটারপিলার

Disease Image

লুপার ক্যাটারপিলার:

ক্ষতির ধরণ: অপরিণত ক্যাটারপিলার পাতা ছিদ্র করে সবুজ অংশ খেয়ে ফেলে। তবে পরিণত পোকা পাতার কিনারা বরাবর খাওয়া শুরু করে এবং একসময় সম্পূর্ন অংশ খেয়ে ফেলে। তীব্র আক্রমনে পাতায় মধ্যশিরা বিরাজমান থাকে যা দেখতে ঝাড়ুর মত মনে হয়।

ব্যাপকতা: প্রায় সারা বছর ব্যাপি নার্সারি এবং অপরিণত ও পরিণত চা আবাদি ও এনসিপি প্লটে দেখা যায়। মার্চ-জুন এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে আক্রমনের তীব্রতা বেশি হয়।

অনুকূল পরিবেশ: আক্রমন সাধারণত নির্ভর করে ছায়াতরু অথবা পাশ্ববর্তী জংলি গাছ থেকে মথের স্থানান্তর ও বিস্তারের উপর।

দমন ব্যবস্থাপনা:

ক. পরিচর্যামূলক দমন পদ্ধতি

  • সেকশনের আশেপাশে বিদ্যমান বিকল্প পোষক যথাসম্ভব কমাতে হবে।
  • আক্রমনের প্রাথমিক পর্যায়ে আবাদ এলাকা কিংবা ছায়াগাছে ক্যাটারপিলার দেখা গেলে তা হাত দিয়ে সংগ্রহ করে মেরে ফেলতে হবে।

খ. ভৌত দমন পদ্ধতি: হলুদ রংয়ের ফাঁদ অথবা আলোর ফাঁদ ব্যবহার করে মথ নিয়ন্ত্রন করা যেতে পারে।

গ. রাসায়নিক দমন পদ্ধতি: ডেলটামেথ্রিন (ডেসিস ২.৫ ইসি) লিটার অথবা ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি) ২.২৫ লিটার অথবা কুইনালফস+সাইপারমেথ্রিন (ভিরাট ২৩ ইসি) ৭০০ মিলি পরিমান ৫০০ লিটার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করতে হবে। ৭ দিন পর ২য় স্প্রে করতে হবে।

কীটনাশক প্রয়োগের লক্ষ্যস্থল: আক্রান্ত সম্পূর্ণ চা গাছ এবং ছায়াতরুর কান্ড যতদূর সম্ভব স্প্রে করতে হবে।

Last updated: September 13, 2025