Disease Information
Name: আগা মরা বা ডাই-ব্যাক
আগা মরা রোগ বা ডাই-ব্যাক রোগ:
কারণ: ছত্রাকঘটিত।
রোগের লক্ষণ: সাধারণত কঁচি কান্ড আক্রান্ত হয়। কান্ডের উপরের দিকে মরা শুরু হয় এবং ক্রমান্বয়ে নিচের দিকে সম্প্রসারিত হয়। ক্ষতস্থানে ছত্রাকের ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্ন দেখা যায়।
রোগের ব্যাপকতা: এপ্রিল-সেপ্টেম্বর মাসে নার্সারি, এনসিপি প্লটের মাতৃবৃক্ষ এবং কখনও কখনও আবাদি এলাকায়ও দেখা যেতে পারে।
অনুকূল পরিবেশ: গরম ও আদ্র আবহাওয়া, অতি খরা, কঁচি কান্ডে পোকার আক্রমন, আবাদি জায়গায় অপর্যাপ্ত ছায়া তরু, মাটিতে পুষ্টিজনিত সমস্যা, ইত্যাদি।
দমন ব্যবস্থাপনা:
ক. পরিচর্যামূলক দমন পদ্ধতি
- মালচিং অথবা সেচের মাধ্যমে চা গাছকে খরার প্রকোপ থেকে রক্ষা করতে হবে।
- সূর্য তাপজনিত পোড়া থেকে গাছকে রক্ষার জন্য সেকশনে পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করতে হবে।
- মাটির পুষ্টি ঘাটতি পূরণের জন্য বিটিআরআই
- থেকে মাটি পরীক্ষা করে সেই মোতাবেক সার প্রয়োগ করতে হবে।
খ. যান্ত্রিক উপায়ে দমন পদ্ধতি: রোগের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ কিছু সংখ্যক কান্ড আক্রান্ত হলে ডালের ১-১.৫ ইঞ্চি ভাল অংশসহ ধারালো চাকু দিয়ে কেটে ফেলতে হবে। আক্রান্ত ডালগুলো আবাদি এলাকা থেকে দূরে পুতে ফেলতে হবে।
গ. রাসায়নিক দমন পদ্ধতি: আক্রান্ত আবাদিতে কন্টাক ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড (কপার ৫০ ডব্লিউপি/এমিভিট ৫০ ডব্লিউপি/সানভিট ৫০ ডব্লিউপি, ইত্যাদি) ২.৮ কেজি হারে অথবা সিস্টেমিক ছত্রাকনাশক যেমন কার্বেনডাজিম (নোয়িন ৫০ ডব্লিউপি) ৭৫০ গ্রাম অথবা ম্যানকোজেব (যেমন, রিকোজেব ৮০ ডব্লিউপি) ২ কেজি হারে ১,০০০ লিটার পরিস্কার পানিতে মিশিয়ে এক হেক্টরে প্রয়োগ করতে হবে। ১৪ দিন পর ২য় স্প্রে করতে হবে।
ছত্রাকনাশক প্রয়োগের লক্ষ্যস্থল: আক্রান্ত ডালের উপর।
Last updated: October 28, 2025
