📰 উত্তরাঞ্চলে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণে সভা ৩ নভেম্বর চা চাষিদের দাবি— সর্বনিম্ন মূল্য ২৪ থেকে বাড়িয়ে ৩০ টাকা প্রতি কেজি করা হোক
Saturday, November 1st, 2025 at 10:54 AM
📰 উত্তরাঞ্চলে কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণী সভা ৩ নভেম্বর;
চা চাষিদের দাবি— সর্বনিম্ন মূল্য ২৪ থেকে বাড়িয়ে ৩০ টাকা প্রতি কেজি করা হোক
পঞ্চগড়, ১ নভেম্বর:
উত্তরাঞ্চলের কাঁচা চা পাতার নতুন দাম নির্ধারণে আগামী ৩ নভেম্বর (রবিবার) জেলা প্রশাসনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, স্থানীয় চা কারখানা মালিক, চা বাগান সমিতির প্রতিনিধী ও চা চাষিরা অংশ নেবেন।
সাম্প্রতিক খারাপ আবহাওয়া, অতিবৃষ্টি ও বিভিন্ন রোগবালাইয়ের কারণে এবছর উত্তরাঞ্চলে চা উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় চা চাষিরা সর্বনিম্ন কাঁচা চা পাতার দাম ২৪ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
চাষিদের অভিযোগ, বর্তমানে অকশন বাজারে কাঁচা পাতার দর বেড়েছে; অথচ বাগানে উৎপাদন কমে যাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে দাম সমন্বয় ছাড়া চাষিরা টিকে থাকতে পারবেন না।
চা বাগান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জি. নাজমুল হাসান বলেন,
“বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী কাঁচা চা পাতার সর্বনিম্ন দাম ৩০ টাকা এবং পাতার মান অনুযায়ী সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা যৌক্তিক।”
একই মত দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া। তিনি বলেন,
“কয়েকদিন আগে কারখানার গেইটে যে ভুয়া তথ্যসম্বলিত বিজ্ঞপ্তি টানানো হয়েছিল, তারও ব্যাখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া প্রয়োজন।”
বর্তমানে উত্তরাঞ্চলের কারখানাগুলো প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় কাঁচা পাতা কিনছে, যা মান ও শ্রেণি অনুযায়ী নির্ধারিত হয়।
চা চাষিরা আশা করছেন, আগামী ৩ নভেম্বরের দাম নির্ধারণী সভায় জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ড তাদের এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
চা চাষি সম্মেলন–২০২৫ সাফল্যমণ্ডিত করতে দ্বিতীয় মিটিং
Sunday, October 26th, 2025 at 04:30 PM
বিষয়ঃ চা চাষি সম্মেলন–২০২৫ সাফল্যমণ্ডিত করতে দ্বিতীয় মিটিংয়ের তারিখ ঘোষণা⏰
সকল সদস্য ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন “চা চাষি সম্মেলন ২০২৫” সফলভাবে আয়োজনের লক্ষ্যে চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়-এর উদ্যোগে দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
📅 তারিখ: আগামীকাল, ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার)
স্থান: নজরুল পাঠাগার, পঞ্চগড়
🕒 সময়: [বিকাল ৪:০০টা]
🗒️ আলোচ্য বিষয়সমূহঃ ১️⃣
- রেজিস্ট্রেশন ফি সংগ্রহের মাধ্যম নির্ধারণ ও দায়িত্ব বণ্টন ২️⃣ অতিথিদের আমন্ত্রণপত্র বিতরণের দায়িত্ব বণ্টন ৩️⃣
- জেলা ও উপজেলার বাজার এলাকায় পোস্টার লাগানোর দায়িত্ব বণ্টন
- ইভেন্ট সিলেকশন ও সময়সূচি (Time Schedule) নির্ধারণ
- পূর্ণাঙ্গ কমিটি ও সাব-কমিটি ঘোষণা ৬️⃣
- স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠান নির্বাচন ৭️⃣
পরবর্তী মিটিংয়ের তারিখ নির্ধারণ ও কাজের অগ্রগতি পর্যালোচনা এই সভায় সম্মেলন প্রস্তুতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
অতএব, সংশ্লিষ্ট সকল সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধক্রমে, এডমিন প্যানেল / আয়োজন কমিটি -চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়
কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণ সভা
Sunday, September 7th, 2025 at 11:00 AM
সর্ব নিম্ন ২২ টাকা থেকে বাড়িয়ে সর্ব নিম্ন ২৪ টাকা কেজি সবুজ চা পাতা করা হয়। পাতার চাহিদা ও কোয়ালিটি অনুযায়ী বেশি দামে সবুজ চা পাতা ক্রয় বিক্রি হবে।
আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় এর সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী মহোদয়ের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—
➡️ বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ
➡️ জেলা প্রশাসন পঞ্চগড়
➡️ চা কারখানা মালিকবৃন্দ
➡️ চা বাগান মালিক সমিতি, পঞ্চগড় এর নেতৃবৃন্দ
➡️ স্মল টি গার্ডেন ওনার্স এর নেতৃবৃন্দ ➡ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সমুহের প্রধান সহ
➡️ বিভিন্ন স্টক হোল্ডার সমুহ।
🔹 আলোচনার মাধ্যমে কাঁচা চা পাতার সর্বনিম্ন মূল্য ২২ টাকা থেকে বেড়ে ২৪ টাকা নির্ধারণ করা হয়, চা নিলামের ৫ গড় নিলাম বিবেচনায়। ২৪ টাকার নিচে সবুজ চা পাতা ক্রয় বিক্রয় হবে না পরবর্তী সভা পযন্ত।
চায়ের দাম ও কোয়ালিটি ডেভেলপমেন্ট এর জন্য বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চা বাগানিরা ভাল মানের কুচি সবুজ কাচা চা পাতা সরবরাহ রেগুলার করবে চায়ের মান ও দাম বৃদ্ধি করব৷ এই সিদ্ধান্ত পঞ্চগড়ের চা শিল্পের অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ 🌿🍵
তবে চা চাষিদের ভাষ্যমতে সর্বনিম্ন দাম ৩০ টাকা হলে তাদের লোকসান কেটে উঠবে। কেননা গত ৪/৫ বছরে চা চাষীরা শুধুই লোকসানের মধ্যে বাগান টিকিয়ে রেখেছে, তাছাড়া বর্তমানে বাগানে খরচের হার বেড়েছে দিগুণ! সেই সাথে পোকামাকড় এর আক্রমণে উৎপাদন কমেছে অনেক গুন। বর্তমান চাহিদা অনুযায়ী বাজারে সবুজ কাঁচা পাতা কোয়ালিটি অনুযায়ী ২৬ - ৩০ টাকা কেজি ক্রয় বিক্রয় হচ্ছে। নিলামে চায়ের মূল্য বাড়ানো হলে পঞ্চগড়ের চা চাষিরা লাভবান হবে।
চায়ের ন্যায্যমূল্যসহ ৮ দফা দাবিতে চাষিদের বিক্ষোভ
Wednesday, September 4th, 2024 at 10:00 AM
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চা চাষি ও বাগান মালিকরা অংশগ্রহণ করেন। পঞ্চগড় চা বাগান মালিক সমিতি পঞ্চগড়ের আয়োজনে মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মানিক হোসেন, চা চাষি আবুল বাশার বসুনিয়া, অ্যাডভোকেট আহসান হাবিবসহ ভুক্তভোগী চা চাষিরা বক্তব্য রাখেন। এ সময় তারা জানান, গত কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দরে চা পাতা ক্রয় করছেন। বর্তমানে ১০ থেকে ১৫ টাকা দরে চা পাতা ক্রয় করছেন তারা। আবার ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হচ্ছে দাম। এভাবে ক্রমাগত লোকসান গুণছেন চাষিরা। প্রশাসন ও চা বোর্ড বার বার আশ্বাস দিলেও এখনও কোনো সমাধান আসেনি। তাই তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ সময় তারা চা আইন সংশোধন, চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সরকারিভাবে চা কারখানা স্থাপন, চা আমদানি বন্ধ করে রপ্তানির উদ্যোগ নেয়া, চায়ের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ৮ দফা দাবি তুলে ধরেন। পরে তারা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠান।
