তেতুলিয়া উপজেলার সালবাহান রোডে আলোচনা সভা
Sunday, May 5th, 2024 at 05:30 PM
আজ বাদ মাগরিব, পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার সালবাহান রোডে সন্মানিত চা চাষি/ চা বাগান মালিকদের নিয়ে এক আলোচনা সভা হয় , চা বাগান মালিক /চা চাষি উক্ত সভায় উপস্থিত হয়ে চায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। চা বাগান মালিকরা সব সময় ভাল মানের সবুজ পাতা সরবরাহ করবেন, একই সাথে উৎপাদন খরচ বাড়ায় ভাল দাম আশা করেন। চা চাষিদের কথা ভাল সবুজ পাতা দেই ভাল দাম নির্ধারন করতে হবে। চা বাগান মালিক সমিতি পঞ্চগড়ের প্রতিনিধিদের পক্ষ হতে আরো কিভাবে পঞ্চগড়ের চা ভাল করা যায় সে বিষয় আলোচনা হয়, পরামর্শ দেয়া হয়। ৫ আগষ্টের পরে অনেক গুলো ভাল পদক্ষেপ হাতে নেয়া হয়। পঞ্চগড় জেলার চা সমস্যা সমাধানে জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী মহোদয় উদ্যোগ সমূহ সহ বিভিন্ন বিষয় চা চাষি কাছে তুলে ধরা হয়। জেলা প্রশাসন পঞ্চগড় ও চা বোর্ড পঞ্চগড়, চা বোর্ড বাংলাদেশ তেতুলিয়া উপজেলা, চা বাগান মালিক সমিতি, পঞ্চগড়, চা কারখানা মালিক সমিতি, বাগান মালিক সহ সম্মিলিত ভাবে এ নিয়ে কাজ করে যাচ্ছে তুলে ধরা হয়। চা বাগান মালিক সমিতি পঞ্চগড় প্রতিনিধি টিম সারাদিন বিভিন্ন কারখানা ভিজিট করা হয়, চায়ের মান অনেক গুন ভাল হয়েছে। তারুণ্যের ভাবনায় এগিয়ে যাবে পঞ্চগড়ের চা বাগান ও পঞ্চগড়ের চা শিল্প। পঞ্চগড়ের চা হোক বিশ্ব সেরা।
